কক্সবাজার থেকে তৃতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরপ্রক্রিয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। আজ ও কাল শুক্রবার সেখানে পাঠানো হবে ৩ হাজার রোহিঙ্গা শরণার্থীকে। গতকাল বুধবার স্থানান্তরের জন্য কয়েক শ জনকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আনা হয়েছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা প্রথম আলোকে বলেন, ভাসানচরে পাঠানোর জন্য অন্তত ৩ হাজার রোহিঙ্গা প্রস্তুত রাখা হয়েছে। তাদের দুই ভাগে পাঠানো হবে। শেষ মুহূর্তে কয়েক শ জন বাড়তেও পারে।