শীতে শরীর গরম রাখতে এবং ঠাণ্ডার হাত থেকে বাঁচতে ভারী কাপড় পরতেই হয়। তবে একেকদিন একেকটি সোয়েটার বা জ্যাকেট তো পরছেন। ধোয়ার সময়ই বাঁধে যত বিপত্তি। একেকটি কাপড় একেকরকম হওয়ায় ধোয়া খুবই ঝামেলার। এছাড়াও উলের কাপড় হলে তো আরো সমস্যা। এছাড়াও হাতে পরিষ্কার করতে হয় এই কাপড়গুলো।
ওয়াশিং মেশিনে গরম কাপড় ধোঁয়া একটি সমস্যাই বটে। কেননা এতে কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে কিছু কৌশল অবলম্বন করলে খু সহজেই ওয়াশিং মেশিনে শীতের কাপড়গুলো ধুয়ে নিয়ে পারবেন।