রংপুর স্টেডিয়ামেই ভলিবলের ১০টি (পুরুষ) ক্লাব অনুশীলন করে। আটটি করে আছে পুরুষ ও মহিলাদের হ্যান্ডবল ক্লাব। কাবাডিতে পুরুষদের ক্লাব আছে ১২টি। বর্তমানে হকির কোনো ক্লাব নেই।