CISF ASI Recruitment 2021: শূন্য আসন ৬৯০, স্নাতক হলেই আবেদন করা যাবে
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ২২:০৭
কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি (CISF ASI Recruitment 2021) প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
CISF-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ASI) পদে মোট শূন্য আসন সংখ্যা ৬৯০টি। তবে সেই সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। লিমিটেড ডিপার্টমেন্টাল কমপিটিটিভ এক্সামিনেশন-এর মাধ্যমে (LDCE) শূন্য আসন পূরণ করা হবে। প্রার্থী বাছাই পদ্ধতি অনুসারে, হেড কনস্টেবল, GD কনস্টেবল, ট্রেডসম্যান বা কনস্টেবল পদে কমবাইন্ড রেগুলার সার্ভিসে যাঁদের কার্যকাল ৫ বছর অতিক্রান্ত হয়েছে এমন প্রত্যেকে পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। জেনে নেওয়া যাক আবেদনের যোগ্যতামান, প্রার্থী বাছাই পদ্ধতি এবং অন্যান্য শর্তাবলী।