চরম শীতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেটু (K2) জয় করলেন ১০ সদস্যের এক নেপালি পর্বতারোহীর দল! তাদের এই সাফল্যকে ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সারা বিশ্বে আরোহণের জন্য সবচেয়ে কঠিন শৃঙ্গ হিসেবে ধরা হয় ৮ হাজার ৬১১ মিটার উঁচু এই শৃঙ্গকে। তার ওপর শীতের ভয়াল কামড় সহ্য করে তাকে জয় করা কার্যতই ‘মিশন ইম্পসিবল’।