ফিরেই আটক নাভালনি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০৬:১৬

রাশিয়ার বিরোধী রাজনীতির অন্যতম মুখ বলে পরিচিত অ্যালেক্সেই নাভালনিকে দেশে ফিরলেই গ্রেফতার করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছিল রুশ প্রশাসন। তার অন্যথা হল না। বার্লিন থেকে আজ মস্কো নামার পরেই তাঁকে আটক করেছে রুশ পুলিশ। আটক হওয়ার আগে তাঁর সমর্থকদের উদ্দেশে নাভালনি বলেছেন, ‘‘আমার বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ ভুয়ো ও মনগড়া।’’

গত অগস্টে আচমকা অসুস্থ হয়ে পড়ায় নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর উপরে বিষপ্রয়োগের অভিযোগ ওঠে ভ্লাদিমির পুতিন প্রশাসনের বিরুদ্ধে। গত বুধবার এই পুতিন-বিরোধী নেতা ঘোষণা করেছিলেন, রুশ প্রশাসনের গ্রেফতারির হুমকি সত্ত্বেও, তিনি রাশিয়া ফিরবেন। বৃহস্পতিবার রাশিয়ার কারা বিভাগ (এফএসআইএন)-এর তরফে জানিয়ে দেওয়া হয়, নাভালনি বার্লিন থেকে মস্কো ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। আজ মস্কোর যে বিমানবন্দরে নাভালনির বিমানটির নামার কথা ছিল, সেখানে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তা। বড় বড় ধাতব প্রাচীর বসানো হয় বিমানবন্দরের ভিতরে। বিমানবন্দরে যাতায়াতও নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে বিমানবন্দরের বাইরে নাভালনির সমর্থকেরা ভিড় করতে শুরু করলে ঝুঁকি নেয়নি প্রশাসন। নাভালনির বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয়, সেরেমেটিয়েভো বিমানবন্দরে। সেখানে অবতরণের পরেই পুলিশ আটক করে পুতিন-বিরোধী এই নেতাকে। আটকের আগে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘জানি, আমি ঠিক পথেই আছি। আমি কোনও কিছুকেই ভয় পাই না।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us