ইথিওপিয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) বুধবার জানিয়েছে, দেশটিতে ভয়াবহ হামলায় ৮০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
ইএইচআরসি-এর উপদেষ্টা এবং মুখপাত্র আরন মাশো বলেছেন, আমরা খবর পেয়েছি ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ রাজ্যের দালেত্তি নামে জায়গায় ১২ জানুয়ারি ৮০ জনের বেশি বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টা থেকে ৭ টা নাগাদ হামলার ঘটনা ঘটে।