গত কাল, সোমবার নয়া ৩ কৃষি আইন নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করার পর আজ, মঙ্গলবার এ বিষয়ে তাদের রায় জানাতে চলেছে সুপ্রিম কোর্ট। সোমবারই শুনানির সময় দেশের সর্বোচ্চ আদালত বলেছিল, কৃষি আইন নিয়ে যতগুলো হলফনামা জমা পড়েছে তাদের কাছে, তার একটাতেও এই ৩ আইনের স্বপক্ষে কিছু বলা হয়নি। তবে, ৩ নয়া কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্ট যে মধ্যস্থতাকারী কমিটি গড়ার প্রস্তাব দেয়, তা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট মঙ্গলবার কী রায় দেয়, সে দিকে নজর দেশের। রায় কৃষকদের অনুকূলে গেলে নয়াদিল্লির উপকণ্ঠে বিক্ষোভ উঠবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এরই মধ্যে, নয়া কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাস্তায় আন্দোলনকারী কৃষকরা ট্রাক্টর র্যালির করার পরিকল্পনা করেছিলেন। তা আটকাতেও দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে কেন্দ্র যে হলফনামা জমা দিয়েছে, তাতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক গুরুত্ব, সাংবিধানিক গুরুত্বের দিকটি উল্লেখ করা হয়েছে।