দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘দূরশিক্ষণে শিশু-কিশোরদের ভাষা শিক্ষা’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৯ জানুয়ারি কোরিয়ার স্থানীয় সময় বিকেল ৩টায় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাবেক এমপি রুবী রহমান ভার্চুয়ালি এ উদ্বোধন করেন।
দূতাবাসের ফেসবুক পেজে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। দূতাবাসের সচিব মিসপি সরেনের উপস্থাপনায় ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘টিচ ফর বাংলাদেশ’র প্রোগ্রাম পরিচালক মালিহা ফৌজিয়া, ‘টিচ ফর বাংলাদেশ’র অ্যালামনাই ভাষা শিক্ষক সাদিয়া আফরিন বিনতে আজাদ এবং দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।