করোনাকালের সতর্কতা বজায় রেখেই ভোট হবে পশ্চিমবঙ্গে। তাই বুথের সংখ্যা অনেকটাই বাড়ানো হবে। আর দিন কয়েকের মধ্যেই ভারতে করোনার টিকা দেয়ার কাজ শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট যখন হবে, তখন বেশ কয়েক কোটি মানুষ করোনার টিকা পেয়ে যাবেন। তা সত্ত্বেও কোনো ঝুঁকি নিচ্ছে না নির্বাচন কমিশন।
তারা অন্তত সাত দফা ভোটের কথা ভাবছে, আর ভোটকেন্দ্রের সংখ্যা এক তৃতীয়াংশেরও বেশি বাড়ানো হচ্ছে। গতবার ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৭৮ হাজার। এ বার আরো ২৮ হাজার নতুন বুথ যোগ করা হবে। আগে বুথ পিছু এক হাজার ৪০০-র মতো মানুষ ভোট দিতেন। এ বার তা কমিয়ে এক হাজারের নীচে নামিয়ে আনা হবে।