গত বছরের আগস্টে জেকব ব্লেক নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করার ঘটনায় পুলিশের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই ঘটনার শুনানিতে কাউকে অভিযুক্ত করা হয়নি। ফলে অপরাধ করেও পুলিশ কর্মকর্তারা নিস্তার পেয়ে গেলেন।
ঘটনার দিন উইসকনসিনের কেনোশায় জেকব ব্লেক তার গাড়িতে ওঠার মুখে পুলিশের গুলিতে আহত হন। তার পিঠে একাধিক গুলি লাগে। তিনি সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তাকে গুলি করার পরেও শ্বেতাঙ্গ পুলিশ কর্মী রাস্টেন শেসকির বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হয়নি।