জোড়া খুনের মামলা: যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রনিকে জামিন দেননি হাইকোর্ট

ইত্তেফাক প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ১২:২৪

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। রনির পক্ষে আইনজীবী মোতাহর হোসেন সাজু ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার শুনানি করেন।

২০১৯ সালের ৩১ জানুয়ারি ঢাকার আদালত তাকে ডাবল খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমাম এ রায় দেন। রায়ে বলা হয়, গুলির ঘটনার সময় স্বাভাবিক ছিলেন না রনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us