বুড়িগঙ্গার পারে প্রায় ৭০ বছরের পুরোনো বাড়ি। এর ছাদে মুঠোফোনের ক্যামেরায় কিছু একটা ভিডিও করছিলেন দুই তরুণ। একজনের চুলের রং নীল, অন্যজনের জামার। দূর থেকে জানা গেল, দুজনই ইউটিউবার। এক ঝুড়ি ফল নিয়ে অদ্ভুত সব কাণ্ড করছিলেন দুজন। আর তাঁদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব ফিল্ম ইউটিউমার।
গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মদপুরের বসিলায় শুরু হয়েছে ইউটিউমার-এর শুটিং। যাত্রা শুরুর অপেক্ষায় থাকা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এটি। আদনান আল রাজীব পরিচালিত এই ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান ও জিয়াউল পলাশ।