শিশু ধর্ষণকারীর মুক্তির ঘটনায় দক্ষিণ কোরিয়ায় তোলপাড়
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ১০:২৫
নির্মমভাবে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তি কমিয়ে দিয়ে মুক্তি দেওয়ার জেরে দক্ষিণ কোরিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের বিচার সংক্রান্ত আইনে পরিবর্তন নিয়ে আসার ব্যাপারেও আওয়াজ জোরালো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, ১২ বছর আগে ১১ ডিসেম্বর সকালে আট বছরের কন্যাশিশু বিদ্যালয়ে একা যাচ্ছিল। দক্ষিণ-পশ্চিম সিওলের আনসান এলাকায় ৫৬ বছর বয়সী চো ডো সোন তাকে অপহরণ করে।