‘আমার জন্য সহজ হবে না’, দেশে ফিরে বললেন সাকিব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২১, ১৪:৫০

লম্বা বিরতির পর ২২ গজে ছন্দ ফিরে পাওয়া কতটা কঠিন, কিছুটা নমুনা দেখা গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। আন্তর্জাতিক ক্রিকেটেও কাজটি সহজ হওয়ার কথা নয়। এই বাস্তবতা জানেন সাকিব আল হাসান। তবে নিজের সেরা ফর্মে ফেরার চেষ্টায় কোনো কমতি তিনি রাখবেন না, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বললেন এই অলরাউন্ডার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে গত ১৫ ডিসেম্বর শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি দেশে ফিরলেন রোববার সকালে। লক্ষ্য এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুত হওয়া।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফেরেন সাকিব। খুব সুখকর হয়নি তার এই ফেরা। এই টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে কেবল ১১০ রান করতে পারেন ১২.২২ গড়ে। বল হাতে উইকেট ছিল মোটে ৬টি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us