পিঠ ও কোমরব্যথা এখন খুব বেশি পরিচিত একটি সমস্যা। যেকোনো বয়সের মানুষেরই এই ধরনের ব্যথা হতে পারে। পুরুষের তুলনায় নারীদের এই সমস্যায় বেশি ভুগতে দেখা যায়।এ ধরনের রোগের উপসর্গ, কারণ ও প্রতিকার নিয়ে প্রথম আলো আয়োজন করে এসকেএফ নিবেদিত স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘ইজোরাল মাপস স্বাস্থ্য আলাপন’।
অনুষ্ঠানটির নবম পর্বে আলোচনা করা হয় পিঠ ও কোমরব্যথা নিয়ে। প্রিন্সিপাল ডায়েটিশিয়ান তামান্না চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, স্পাইন ও অর্থোপেডিক সার্জন, নিটোর, ঢাকা।