২০২১: কূটনীতির চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ০৯:৩২

২০২০, পুরো বছরটাই ছিল করোনা মহামারির কবলে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শুরু হওয়া এই অতিমারি পরের বছর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যা পৃথিবীকে এখনও আতঙ্কে রেখেছে। বছর শেষে ভ্যাকসিনের সুখবর পাওয়া গেলেও এ সমস্যা যে অতিক্রান্ত হয়েছে, এটি বলার সময় এখনও হয়নি। গেলো বছরে অনেক মানুষকে আমরা হারিয়েছি।স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য যারা সামনে থেকে করোনা রোগকে মোকাবিলা করছেন, তাদের সাহসিকতার পাশাপাশি বিভিন্ন ধনী রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার চিত্রও দেখেছি। করোনার প্রভাবে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাবের পাশাপাশি বাংলাদেশে এটিকে মোকাবিলা করে এগিয়ে যাওয়া পরিলক্ষিত হয়েছে।

কূটনীতির অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন,২০২১ সালও শুরু হবে এই অতিমারি চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে। ‘নতুন স্বাভাবিক’ (নিউ নরমাল) প্রেক্ষাপটে কূটনীতির জন্যও থাকছে বড় চ্যালেঞ্জ। করোনাভাইরাসের এই চ্যালেঞ্জ ছাতার মতো সর্বোপরি মাথার ওপরে থাকবে, কিন্তু অন্য বড় চ্যালেঞ্জগুলো নিয়েও ভাবছে বাংলাদেশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us