রোহিঙ্গাদের ছেড়ে যাওয়া স্থানে বৃক্ষরোপণ করা হবে: পরিবেশমন্ত্রী
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:২০
রোহিঙ্গাদের ছেড়ে যাওয়া স্থানে সামাজিক বনায়নের উদ্দেশ্যে বৃক্ষরোপন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বুধবার মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার মাসিক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সচিবালয়স্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি সভা পরিচালনা করেন।