ব্যক্তিশ্রেণির আয়কর দাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা একদিন কমিয়ে আনা হয়েছে। আগে তা ৩১শে ডিসেম্বর নির্ধারিত থাকলেও এখন ৩০শে ডিসেম্বরের (বুধবার) মধ্যেই সবাইকে রিটার্ন দিতে হবে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির আয়কর দাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১শে ডিসেম্বর। কিন্তু ওই দিন ব্যাংক হলিডে। ফলে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তাই ৩০শে ডিসেম্বরের মধ্যেই করদাতাদের আয়কর সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।