ছাত্রনেতা রাশেদ খান মেনন রাজনীতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামের সামনের সারির একজন। বর্তমানে ওয়ার্কার্স পার্টির সভাপতি। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। জোট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খান মেনন কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
দ্য ডেইলি স্টার: আওয়ামী লীগ সরকার বা ১৪ দলীয় জোট সরকার তো পরপর তিনবার ক্ষমতায়। বর্তমানে যে রাজনীতি এবং সামাজিক প্রেক্ষাপট, একজন রাজনীতিবিদ ও ১৪ দলের একজন হিসেবে আপনার পর্যবেক্ষণ কী?