ইসলামে সন্ত্রাস নৈরাজ্যের কোনো স্থান নেই: বাবুনগরী

সমকাল প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

ওয়াজ মাহফিলগুলোতে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেছেন, শীত মৌসুমে সারাদেশে দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে কোনো উচ্ছৃঙ্খলতা নেই। মাহফিলগুলোতে সরকারি হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস, নৈরাজ্যের কোনো স্থান নেই। এ সরকার আরও একশ বছর ক্ষমতায় থাকলেও আমাদের সমস্যা নেই। কিন্তু ইসলাম ও মুসলমানদের ওপর আঘাত করার চেষ্টা করলে আমরা ছেড়ে দেব না।

গত শুক্রবার রাতে চট্টগ্রামের বাঁশখালীর ভাদালিয়ায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের আমির এসব কথা বলেন। সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী ও হেফাজতের আমিরের একান্ত সহকারী মাওলানা ইনআমুল হাছান ফারুকী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us