‘হুয়াওয়ে নিউ ইয়ার গিফট’। ‘নতুন বছরে হুয়াওয়ে ফ্রি উপহার দিচ্ছে’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তাসহ একটি লিংক ছড়িয়ে পড়েছে। চীনা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ভুয়া এবং এমন কোনো উপহার হুয়াওয়ে দিচ্ছে না।
সম্প্রতি হুয়াওয়ের লোগো এবং নতুন বছরের উপহারে নামক একটি ওয়েবসাইট লিংকটি ভাইরাল হচ্ছে। এ বিষয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের বার্তার সঙ্গে হুয়াওয়ের কোনো সম্পর্ক নেই। যে ওয়েবসাইট লিংক ব্যবহার করা হয়েছে, সেটিও হুয়াওয়ের নয়। নতুন বছর উপলক্ষে হুয়াওয়ে এমন কিছু প্রচার করছে না। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে হুয়াওয়ে লিংকটি ক্লিক বা অন্য কাউকে না পাঠানোর (ফরোয়ার্ড) পরামর্শ দিয়েছে।