আইসিসি দশকসেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি কোনো পাকিস্তানি ক্রিকেটারের। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডেরও কারও জায়গা হয়নি গত এক দশকের সেরা টি-টোয়েন্টি দলে। কিন্তু শুধু পাকিস্তানি না থাকাতেই যেন জ্বলে উঠলেন সাবেক পাকিস্তানি উইকেটকিপার–ব্যাটসম্যান রশিদ লতিফ। আইসিসির দশকসেরা একাদশকে বললেন আইপিএলের দশকসেরা একাদশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সাধারণ ক্রিকেটপ্রেমীরাও আইসিসিকে ধুয়ে দিচ্ছেন!
গত এক দশকের পারফরম্যান্স বিচার করে ভারতের চার ক্রিকেটার টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন। ওপেনিংয়ে রোহিত শর্মা, মিডল অর্ডারে বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আছেন ফিনিশারের দায়িত্বে। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া যশপ্রীত বুমরাও আছেন আইসিসির সেরা একাদশে।