আবাহনীর কাছে হার দিয়ে মৌসুম শুরুর পর মুক্তিযোদ্ধার বিপক্ষে মোহামেডানের ম্যাচটি ছিল বাঁচা-মরার। হারলে বিদায়, ড্র করলে অনিশ্চয়তা; কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়ে নিজেদের শক্তির প্রদর্শন ভালোভাবেই করলো ফেডারেশন কাপের ১০ বারের চ্যাম্পিয়নরা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করলো সাদা-কালোরা।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে মোহামেডান প্রাধান্য নিয়ে খেলতে থাকে। যদিও আবাহনীর বিপক্ষে ম্যাচে চোট পেয়ে একাদশের তিনজনকে বাইরে রেখে দল সাজাতে হয়েছিল অস্ট্রেলিয়ান কোচ শন লিনকে। তার প্রভাব অবশ্য ছিল না মোহামেডানের খেলায়। আক্রমণাত্মক খেলে চার-চারটি গোল আদায় করে নেয় তারা।
৪২ মিনিটে বক্সের মাথা থেকে হাবিবুর রহমান সোহাগের বাঁ-পায়ের ফ্রি-কিক জালে আশ্রয় নিলে এগিয়ে যায় মোহামেডান। যদিও তার আগে ছোট বক্স থেকে বল উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেছিলেন আমিনুর রহমান সজিব। যেখান থেকে বল জালে পাঠানোর চেয়ে বাইরে মারাই ছিল কঠিন কাজ।