অ্যাডিলেডে প্রথম ইনিংসে ১৯১। মেলবোর্নে প্রথম ইনিংসে ১৯৫। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে প্রথম ইনিংসে দুই শ ছাড়ায়নি অস্ট্রেলিয়ার রান। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পরপর দুই ইনিংসে দুই শর নিচে অলআউট হওয়া বিরল এক ঘটনা। এমন কিছু সবশেষে ঘটেছে ৩৬ বছর আগে, ১৯৮৪ সালে। ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সেবার পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৭৬ রানে। ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নারের সামনে দাঁড়াতেই পারেনি কিম হিউজের অস্ট্রেলিয়া। পরের টেস্ট ব্রিসবেনে। সেখানেও একই চিত্র। তবে এবার অপেক্ষাকৃত ভালো ব্যাটিং করে স্বাগতিকেরা স্কোরবোর্ডে তোলে ১৭৫ রান।