মার্শাল ‘ল’ জারি করে মার্কিন মসনদ আঁকড়ে ধরে রাখার শেষ চেষ্টা করছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে ক্ষমতায় টিকে থাকতে যেকোন কিছু করতে পারেন ট্রাম্প। একদিকে যেমন সাধারণ ক্ষমা ঘোষণা করছেন একের পর এক, অন্যদিকে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার বেপরোয়া চেষ্টা চালাচ্ছেন এখনও।
৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্প নিজ বেয়াইসহ মোট ৪১ জন অপরাধীদের সাধারণ ক্ষমা করে তাদের দণ্ড মওকুফ করেছেন। মওকুফের তালিকায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারসহ প্রায় সকলেই তার নিজের লোক। প্রেসিডেন্টের এ ধরনের নিজস্ব লোকদের সাধারণ ক্ষমা ঘোষণা যুক্তরাষ্ট্র তো বটেই পুরো বিশ্বেই নজিরবিহীন।
নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে জনমনে ততই বাড়ছে শঙ্কা।