ব্যবসাকে সহজে অনলাইনে নিয়ে আসার সুযোগ দেয় কানাডাভিত্তিক প্রতিষ্ঠান শপিফাই। খুব সহজে অনলাইনে ‘শপ’ তৈরি করে বিক্রি শুরু করতে পারেন আগ্রহীরা। তবে, ই-কমার্স যাচাইকরণ সেবা ‘ফেইকস্পট’ বলছে, প্রায় ২১ শতাংশ শপিফাই বিক্রয়কেন্দ্র ক্রেতাদের জন্য ঝুঁকিপূর্ণ।
বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, কোভিড-১৯ মহামারীর এ সময়ে ছোট ব্যবসার জন্য অনেক মূল্যবান হয়ে উঠেছে শপিফাই। এর অন্যতম কারণ, প্রতিষ্ঠানটির সেবা হিসেবে সস্তা এবং খুব সহজেই শুরু করা যায়।
শপিফাই প্রতিনিয়তই জালিয়াত এবং অন্যান্য নিয়ম লঙ্ঘনের ব্যাপারে নজর রাখে বলে জানিয়েছে। তারপরও ফেইকস্পট বলছে, তাদের বিশ্লেষণ করা এক লাখ ২৪ হাজার শপিফাই স্টোরের মধ্যে ২৬ হাজার “জালিয়াতি অনুশীলনের সঙ্গে সংশ্লিষ্ট”।
নানাবিধ নকল, সম্ভাব্য ব্র্যান্ড নকল বা যথেষ্ট সুনাম না থাকার কারণে ওই ২৬ হাজার স্টোরের মধ্যে ৩৯ শতাংশকে “সমস্যাযুক্ত বিক্রেতা” বলছে ফেইকস্পট।