নড়াইলের লোহাগড়ায় ভুয়া সনদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার পাঁচ শিক্ষক। একই সঙ্গে তারা উত্তোলন করছেন সরকারি বেতন-ভাতা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা যায়, লোহাগড়া উপজেলায় অবস্থিত কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ২৬৯ জন শিক্ষকের সনদপত্র যাচাই-বাছাই করা হয়। সেখান থেকে পাঁচজন সহকারী শিক্ষকের সনদপত্র জাল বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া গেছে।