কলমাকান্দা সরকারি কলেজে পুনঃভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৪২
নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজে পুনঃভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতিতে অভিভাবকরা শিক্ষার্থীদের ভর্তির টাকা জোগাড় করতে না পেরে বিপাকে পড়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, গত ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে উল্লেখ রয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়নের নামে কোন অর্থ আদায় করা যাবে না।