চট্টগ্রামে একটি ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৭০টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নগরের খুলশী থানার মোজাফ্ফর নগর ও ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকার খান বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন- নগরের আগ্রাবাদ এলাকার রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুর প্রতিষ্ঠানের মালিক তারেক কবির ও কর্মচারী নুরুল ইসলাম। তাদের প্রতিষ্ঠানটি এর আগে হজ-ওমরাহর নামে মানব পাচারের অভিযোগে কালো তালিকাভুক্ত হয়েছিল।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঠানটুলী খান বাড়ি এলাকার একটি বাসা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে ২৭০টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। পরে খুলশীর মোজাফ্ফর নগর থেকে তারেক কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্টগুলো কাদের, কিভাবে তাদের কাছে এসেছে এসব বিষয় যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।