যুক্তরাষ্ট্রের নাসা-র উপ-প্রধান বিজ্ঞানী ডেভিড ড্রেপার নিউইয়র্ক টাইমসকে চীনের সর্বশেষ চন্দ্রাভিযান সম্পর্কে একবার বলেছিলেন: ‘এটি সত্যিই একটি দুঃসাহসী ও স্পর্ধার মিশন।’ এই ‘স্পর্ধার’ মিশনটি অবশেষে সফলভাবে শেষ হয়েছে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, প্রাচীন চীনের চাঁদের দেবী ‘ছাং এ’-র নামে নামকরণ করা চীনের পঞ্চম চন্দ্রযানের প্রায় তিন সপ্তাহের মিশন শেষ হয় বেইজিংয়ের স্থানীয় সময় ১৬ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১টা ৫৯ মিনিটে।