জনপ্রতিনিধিদের চাহিদার ১৩০টি সেতুর মধ্যে কাজ শেষ হয়েছে ৯টির। এসব সেতু এলাকা পরিদর্শন করেছেন প্রথম আলোর প্রতিনিধিরা। তাঁরা জানান, অন্তত ৩টি সেতু নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এলাকাগুলোতে গিয়ে দেখা গেছে, একটি সেতু তৈরি করা হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতার বাড়িকে কেন্দ্র করে।
একটি সেতু তৈরি করা হয়েছে প্রভাবশালী একজনের সুপারিশে, তাঁরই বাড়ির পাশে। সেতুর এক পাশে সড়ক, আরেক পাশে ধানি জমি। আবার কোথাও সেতুর উচ্চতা কম। এর ফলে যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে এখনই।