করোনা পরিস্থিতির মধ্যেও প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘এ সময় যেসব শ্রমিক সৌদি আরব থেকে দেশে এসে আটকা পড়েছে, তাদের ৭০ থেকে ৮০ ভাগ আবার কাজে ফিরে গেছে। এটা অবশ্য এনজিওদের বক্তব্য। আমাদের রেকর্ড যেটা আছে, সেটা আরও কম। এটি কিন্তু বাস্তবতা।’
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর রমনায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।