সম্প্রতি বিএনপির শীর্ষ নেতৃত্বের মাঝে নানা বিশ্বাস-অবিশ্বাসের বিষয়টি খুবই কার্যকর হয়ে পড়েছে। দলের বড় একটি অংশই মনে করেন বিএনপির বর্তমান নেতৃত্ব সরকারের সঙ্গে আপস করে রাজনীতি করছে। যার ফলে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হচ্ছে। অন্যদিকে ২০ দলীয় জোটের অনেক শীর্ষ নেতাও এটি মনে করেন। ফলে বিএনপির ওইসব নেতা ও ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা মিলে নানাভাবে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন।
বিএনপির অভ্যন্তরে যেমন চলছে বিশ্বাস আর আস্থাহীনতা, ঠিক তেমনই অবস্থা বিরাজ করছে দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যেও। তার বহিঃপ্রকাশ ঘটছে নানাভাবে।