প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পরাশক্তিধরদের চাপে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এমন প্রেক্ষাপটের উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণ কোরিয়া, ইসরায়েলসহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের ছাত্র-যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ‘সিটিজেন আর্মিতে’ পরিণত করার উদ্যোগ নেবে।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের ‘স্বাধীনতা দিবস উদ্যাপন’ কমিটির সভার পর এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ‘আজকে একটি জিনিসে আমরা শঙ্কিত যে ধীরে ধীরে বাংলাদেশ আন্তর্জাতিক শক্তিসমূহের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মিয়ানমারে এখন অভ্যন্তরীণ সংগ্রাম চলছে, যাতে বাইরের শক্তিগুলোও জড়িত। ধীরে ধীরে বাংলাদেশকেও একসময় হয়তো আন্তর্জাতিক শক্তির চাপে যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে।’