নবী (সা.) যা করেননি আপনারা তা করেন কেন, ভাস্কর্যবিরোধীদের প্রতি হানিফ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:০২
ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিশ্বের বহু মুসলিম দেশে ভাস্কর্য আছে। ওয়াজ মাহফিলের নামে রং-তামাশা করে এক শ্রেণির ধর্ম ব্যবসায়ীরা। ওয়াজ মাহফিলের নামে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা।
নবী করিম (সা.) কখনও ছবি তোলেননি, আপনারা কেন ছবি তোলেন- এমন প্রশ্ন করে তিনি বলেন, এরা (ধর্মের অপব্যাখ্যাকারীরা) কথায় কথায় হাদিসের দোহাই দেয় যে নবী করিম (সা.) এটা করেননি, ওটা করেননি। নবী করিম (সা.) ছবি তোলেননি, আপনারা ছবি তোলেন কেন? নবী কোনোদিন প্লেনে ওঠেন নাই, আপনারা ওঠেন কেন? উনি তো গাড়িতে ওঠেন নাই, আপনারা কেন গাড়িতে ওঠেন? ইসলাম কখনোই একথা বলে নাই। ইসলাম সবচেয়ে সেরা ও যুগোপযোগী ধর্ম বলেও উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট- শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হানিফ। এ সভার আয়োজন করে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ।