আমিরাতের মতো মরক্কোকে ১০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০৯:০৮

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তির পরপরই মরক্কোর কাছে ১০০ কোটি (এক বিলিয়ন) মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দেশটির কংগ্রেসে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

বেনামি সূত্রের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রের মতে, মরক্কোকে চারটি ড্রোন এবং দূর-নিয়ন্ত্রিত গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কো-ইসরায়েল সম্পর্কোন্নয়ন চুক্তির প্রশংসা করার পরপরই প্রথমবারের মতো অস্ত্র বিক্রির খবর প্রকাশ করে রয়টার্স।

পরে অনেকটা একই তথ্য জানায় প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গও। তাদের খবর অনুসারে, মরক্কোকে চারটি ড্রোন এবং লেজার নিয়ন্ত্রিত গোলাবারুদ দেয়ার কথা যুক্তরাষ্ট্রের।

কোনও দেশের কাছে অস্ত্র বিক্রির আগে কংগ্রেসের অনুমতি নিতে হয় মার্কিন প্রশাসনকে। বিষয়টি পুনর্মূল্যায়ন করে অস্ত্র বিক্রি আটকে দেয়ার ক্ষমতা রয়েছে কংগ্রেসের। তবে মরক্কোর ক্ষেত্রে তেমন কিছু ঘটবে না বলেই মনে করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us