ভারতের ডিজিটাল ফাইন্যান্স উদ্যোগ বৈশ্বিক মডেল হতে পারে : বিল গেটস

বণিক বার্তা প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১০:০৩

আর্থিক ও ডিজিটাল বিষয়গুলো বিশ্বজুড়ে বিস্তৃতি ঘটাতে কাজ করছেন প্রযুক্তি জগতের পথিকৃৎ বিল গেটস। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের নামে পরিচালিত দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অধীনে এ কাজগুলো চলছে। গত মঙ্গলবার সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে তিনি জানিয়েছেন, তার দাতব্য সংস্থা ওপেন সোর্স প্রযুক্তিগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করছে। খবর ব্লুমবার্গ।

বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক ডাটাবেস এবং যেকোনো ব্যাংক কিংবা স্মার্টফোন অ্যাপের মধ্যে টাকা প্রেরণের সিস্টেমসহ সর্বজনীন শনাক্তকরণ ও ডিজিটাল অর্থ প্রদানের জন্য ভারত উচ্চাভিলাষী প্লাটফর্ম তৈরি করেছে। এজন্য গেটস আর্থিক উদ্ভাবন ও অন্তর্ভুক্তির জন্য ভারতের নীতিগুলোর প্রশংসা করেছেন।

গেটস বলেন, ডিজিটাল ফাইন্যান্স নিয়ে ভারত যে উদ্যোগ নিয়েছে, তা বিশ্বজুড়ে মডেল হতে পারে। এ নীতিগুলো বিশেষত মহামারীকালীন দরিদ্রদের সহায়তা বিতরণ ব্যয় ও ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। চীন ছাড়া অন্য লোকেরা যদি এখন কোনো একটি দেশ নিয়ে অধ্যয়ন করতে চাই, তবে আমি বলব তাদের ভারতের দিকে নজর দেয়া উচিত। সেখানে সিস্টেমগুলো সত্যিই দ্রুত গড়ে উঠেছে এবং সেগুলোর চারপাশে অসাধারণ সব উদ্ভাবন জড়িয়ে আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us