আড়াইশো দিনেরও বেশি সময় পর ইংলিশ প্রিমিয়ার লিগের গ্যালারিতে দর্শক ফিরেছে। তবে ফুল-হাউস নয়, শনিবার থেকে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে ২ হাজার করে দর্শক বসতে পারছেন গ্যালারিতে। দীর্ঘদিন পর দর্শক সমাগমে নর্থ-লন্ডন ডার্বি ঘিরে স্বভাবতই পারদ চড়ছিল। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ঘরের মাঠে ডার্বি ম্যাচে এগিয়ে থেকেই শুরু করেছিল টটেনহ্যাম হটস্পার। ম্যাচেও প্রতিফলিত হল তা। সন হিউং মিন এবং হ্যারি কেনের প্রথমার্ধের গোলে ২-০ গোলে ডার্বি জিতল স্পারস।
১৩ মিনিটের সন হিউং’য়ের দৃষ্টিনন্দন এদিন গোলে ম্যাচে লিড নেয় জোসে মোরিনহোর দল। প্রতি-আক্রমণ থেকে হ্যারি কেনের বাড়ানো বল ধরে বিপক্ষ গোলরক্ষকের অবস্থান দেখে নেন সন। এরপর কাট করে বক্সের বাইরে থেকে দূরপাল্লার কার্লিং শটে দলকে এগিয়ে দেন কোরিয়ান স্ট্রাইকার। বিরতির ঠিক আগে ব্যবধান ২-০ করেন হ্যারি কেন। এক্ষেত্রে ইংলিশ স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেন সন। চোট পেয়ে আর্সেনালের এক ফুটবলার শুশ্রূষার জন্য মাঠ ছাড়লে ফের প্রতি-আক্রমণে কার্যসিদ্ধি করে যায় স্পারস।