করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়ায় গত কয়েক মাস আন্তঃরাজ্য ভ্রমণের ওপর চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (সিএমসিও) আওতাভুক্ত ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়া খুলে দেওয়া হচ্ছে আন্তঃরাজ্য ভ্রমণের সীমান্ত।
স্থানীয় সময় শনিবার (৫ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার থেকে সব যানবাহন তাদের অনুমোদিত ক্ষমতা অনুযায়ী যাত্রী সংখ্যা বহন করতে পারবে। সেই সঙ্গে ৭ ডিসেম্বর থেকে সড়কের সব অবরোধ সরিয়ে ফেলা হবে।