দেনমোহরের টাকা বাড়ানোর কথা বলে ধর্ষণ, গ্রেফতার কাজী
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ০৬:২৬
কাবিননামায় দেনমোহরের টাকা বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে ইউসূফ আলী নামে কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকা থেকে ওই কাজীকে গ্রেফতার করা হয়। ওই নারীর লিখিত অভিযোগ পেয়ে কাজীকে গ্রেফতার করা হয়। কাজী ইউসুফ আলী দীর্ঘদিন যাবৎ ধামরাই এলাকায় বিবাহ রেজিস্টারের কাজ করে আসছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। পৌরসভার চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকেন।