ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রি ও চাষ নিষিদ্ধ ৭০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস ও মো. মনিরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে দুপুরে ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়। অভিযানে পিরানহা মাছ বিক্রির করায় মায়ের দোয়া নামে একটি মাছের আড়তকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই আড়ত থেকে ৭০০ কেজি পিরানহা জব্দ করা হয়।