ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম এবং অঞ্চল অনুসারে ইউরোপের পঞ্চম বৃহত্তম দেশ সুইডেন। দেশটিতে পড়তে প্রতিবছর বিশ্বের হাজারো শিক্ষার্থী পাড়ি জমান। মাথাপিছু জিডিপি ৪৫ হাজার ইউরোর দেশটি বসবাস ও উচ্চশিক্ষার জন্য অন্যতম দেশ।
সুইডেনের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ৫৪৩ বছরের পুরোনো উপসালা ইউনিভার্সিটি এবং ৩৫৪ বছর আগে প্রতিষ্ঠিত লুন্ড ইউনিভার্সিটি। প্রধান বিদেশি ভাষা ইংরেজি হলেও সুইডেনের সরকারি ভাষা হচ্ছে সুইডিশ। বিদেশি ভাষা হিসেবে ইংরেজির সর্বাধিক ব্যবহারের দিক থেকে বিশ্বে নেদারল্যান্ডসের পরেই সুইডেনের অবস্থান। স্নাতকোত্তর স্তরের প্রায় বেশির ভাগ বিষয়ই ইংরেজিতে পড়ানো হয়। তবে চাকরির ক্ষেত্রে এই চিত্র কিছুটা ভিন্ন।