কিভাবে পরিষ্কার করবেন মাস্ক? কতদিন পর পরিবর্তন করা ভালো?
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৩:২০
করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। লকডাউন পার হয়ে এরইমধ্যে কাজ শুরু হয়ে হয়েছে। সকলে অফিস বা কাজের উদ্দেশ্যে সবাই বাড়ি থেকে বের হচ্ছেন। এই পরিস্থিতিতে মাস্ক নিত্যদিনের সঙ্গী। সব সময়ে সঙ্গে রাখতে হবে এই অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটিকে। কিন্তু এই মাস্ক ব্যবহার নিয়েও সচেতন হওয়া জরুরি।
কী ধরনের মাস্ক ব্যবহার করা যেতে পারে, কী ভাবে যত্ন নেওয়া যেতে পারে আর মাস্ক ব্যবহারের পর কখন ফেলে দেওয়া উচিত তা জেনে নেওয়া যাক। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা বলছে থ্রি লেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। তবে এই মাস্কে নাক-মুখ ঠিকঠাক ঢাকা থাকছে কি না, সেই বিষয়টি ভালো করে দেখে নিতে হবে। শ্বাস নিতে যাতে কোনও সমস্যা না হয়, সেটাও দেখা উচিৎ।