এমসি কলেজে ধর্ষণ: অবশেষে আসলো ডিএনএ রিপোর্ট, শিগগিরই চার্জশিট
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১০:৪৮
সিলেটের মুরারিচাঁদ কলেজের (এমসি) ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাস্থলের ডিএনএ নমুনার রিপোর্ট অবশেষে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে জানান শিগগিরই তদন্তকারী কর্মকর্তা এ মামলার চার্জশিট দিবেন।
এ মামলায় গ্রেপ্তারকৃত আট আসামির ডিএনএ নমুনা গত ১ ও ৩ অক্টোবর সংগ্রহ করে ঘটনাস্থলের নমুনার সঙ্গে মেলানোর জন্য ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট আদালতে প্রেরণ করা হয় এবং পরে আজ সোমবার এ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন আদালত।