‘স্যার, অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি হলে আসেন’

প্রথম আলো প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ২১:৩৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আরও দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন বুয়েট উপাচার্যের তৎকালীন একান্ত সচিব কামরুল হাসান ও শেরেবাংলা হলের নিরাপত্তারক্ষী মো. মোস্তফা। এই দুজনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

আগামী রোববার মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

নিরাপত্তারক্ষী মোস্তফা আদালতকে বলেন, গত বছরের ৬ অক্টোবর রাত ১০টা থেকে তিনি নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। রাত দুইটার দিকে বুয়েটছাত্র মেহেদী হাসান ওরফে রবিন (আসামি) তাঁর কাছে আসেন। তিনি হলের প্রভোস্ট, হলের সুপারভাইজারকে ফোন দিতে বলেন। মেহেদীর কাছে তিনি জানতে চান, কেন ফোন দিতে হবে? তখন মেহেদী তাঁকে বলেছিলেন, হলে তারা একজন জামায়াত-শিবির ধরেছেন। তিনি আছেন হলের ২০০৫ নম্বর কক্ষে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us