গাছের ‘হাতে খুন’ ১৭৪টি গাছ! শিবপুর বটানিক গার্ডেনে উদ্বেগ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৮:৪৩

গাছের হাতে ‘খুন’ গাছ! আস্ত একটা গাছকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে ‘রাক্ষুসে’ গাছ! এ কোনও গল্প নয়। বাস্তবে এমনটাই ঘটেছে শিবপুর বটানিক গার্ডেনে।

প্রায় ৫০ বছর আগে বটানিক গার্ডেনে বসানো একটি রুদ্রাক্ষ গাছের ‘অন্তর্ধান রহস্য’ উদ্ঘাটনে নেমে জানা যায়, সেটি চলে গিয়েছে একটি বট গাছের গ্রাসে। ওই বট গাছের ভিতরে পাওয়া যায় রুদ্রাক্ষের কাণ্ডের অংশ। শিবপুরের এই উদ্ভিদ উদ্যানে কোনও গাছ পোঁতা হলে তার রেকর্ড রাখা হয়। সেই রেকর্ড ঘাঁটতে গিয়ে দেখা যায়, এ রকম ১৭৪টি গাছ একেবারে ‘উধাও’। আসলে শিকড়ে পেঁচিয়ে তাদের মেরে ফেলেছে বট, পাকুড় এবং অশ্বত্থ গাছ। এই সব গাছের গ্রাসে এই মুহূর্তে মৃত্যুর মুখে হাওড়ার এই প্রাচীন উদ্যানের অনেক দুষ্প্রাপ্য গাছ। শিবপুর বটানিক গার্ডেনের বিজ্ঞানী বসন্ত সিংহের কথায়, ‘‘এটা বাস্তব। শুধু ভারতীয় উদ্ভিদ উদ্যান নয়, বাইরে অন্য জায়গাতেও এই ঘটনা ঘটছে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us