শীতে ত্বক অন্যান্য সময়ের চেয়ে বেশি শুষ্ক হয়ে যায়। এজন্য ত্বকের সুরক্ষায় বডি লোশন আর ময়েশ্চারাইজারেই ভরসা। এতে ত্বক নরম ও কোমল রাখতে সহায়তা করে। আমাদের মধ্যে অনেকেই বডি লোশন মুখেও মাখেন। এটা একদমই করা উচিত নয়।
ভাবতে পারেন বডি লোশন তো ত্বক ময়েশ্চরাইজিং এর কাজই করে, তাহলেও মুখে লাগালে কি সমস্যা! এতে মুখের ত্বকের অপকার ছাড়া উপকার করে না একেবারেই। বডি লোশন মুখে মাখার ফলে মুখের ত্বকে ব্রণ, র্যাশ ও বিভিন্ন সমস্যা দেখা দেয়। বডি লোশন ছাড়া আরো অনেক এমন উপাদান আছে যা মুখে ব্যবহার করলে সমস্যা হতে পারে।