কাউন্সিল করতেও ব্যর্থ বিএনপি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৬:৩৫

রাজনীতিতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বিএনপি। নির্দিষ্ট সময়ে কাউন্সিল করতেও ব্যর্থ হচ্ছে দলটি। মেয়াদের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সপ্তম কাউন্সিল করতে পারেনি বিএনপি।
জানা গেছে, বিএনপির তিন বছর মেয়াদি কাউন্সিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু এ বছর আর কাউন্সিল হওয়ার সম্ভাবনা নেই। এ কাউন্সিল কবে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানেন না দলের নীতি নির্ধারকরা।

সপ্তম জাতীয় কাউন্সিল নিয়ে কিছুদিন আগেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, শিগগিরই দলের সপ্তম কাউন্সিল করা হবে। কিন্তু দলের হাইকমান্ড এখন সেই অবস্থান থেকে সরে গেছে।

দলটির নীতি নির্ধারকরা বলছেন, কাউন্সিল করতে আরো কিছুদিন লাগবে। সার্বিক প্রস্তুতি নেই। ফলে আপাতত কাউন্সিল থেকে বিরত থাকার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সারাদেশে জেলা-উপজেলাসহ সর্বস্তরে কমিটি গঠনের কাজ শেষ হওয়ার পর কাউন্সিলরের চূড়ান্ত তালিকার কাজ সম্পন্ন হবে। অর্থাৎ দু’দিন আগে কিংবা পরেই হোক- সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই ত্রি-বার্ষিক সম্মেলন হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us