পলাতক সাবেক যুবলীগ নেতা কাজী আনিসুর রহমানের সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জব্দের তালিকায় তার ঢাকার পাঁচতলা একটি ভবন, দুটি ফ্ল্যাট ও পাঁচটি দোকান এবং গোপালগঞ্জের মুকসুদপুরের বাড়ি ও পেট্রোল পাম্পসহ বিপুল সম্পদ রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পলাতক রয়েছেন কাজী আনিস। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছর সেপ্টেম্বরে র্যাবের অভিযানে ঢাকার বিভিন্ন ক্রীড়া ক্লাবে ক্যাসিনো কারবারে যুবলীগ নেতাদের জড়িত থাকার তথ্য জানা যায়। ক্যাসিনোকাণ্ডসহ নানা অনিয়মে যুবলীগের সামনের সারির কয়েকজন নেতা গ্রেপ্তার হন। সে সময় কাজী আনিসের নামও উঠে আসে।